সোমনাথ মুখোপাধ্যায় : আজ ২৬/১১, সময়ের সরণী ধরে মুম্বাই তাজ হোটেল হামলার দশ বছর হল আজ। স্মৃতি এখনও টাটকা। দশ বছরেও বাতাসে বারুদের গন্ধ যায়নি। দিনটির বিভীষিকার কথা আজ ও ভুলতে পারেনি গোটা দেশ।
সেদিন মুম্বাই এর সন্ধ্যা পার হয়েছে সবে। ঘড়ির কাটায় ঠিক ৯টা বেজে ২১ মিনিট। ব্যস্ত ছত্রপতি শিবাজী বাস টার্মিনাস। হটাৎ করে গুলি চলতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরে একাধিক নিরীহ মানুষ। কিছু বুঝে ওঠার আগেই তাজ হোটেল,কামা হাসপাতাল,নরিম্যান হাউজ,ওবেরয় ট্রাইডেন্ড চলে যায় বন্ধুক বাজদের দখলে। খবর ছাড়িয়ে পরে কাঁটাতারের ও পরের মদত পুষ্ট সংগঠন লস্কর-ই-তৈবার জঙ্গী রা এ হামলা চালিয়েছে। ন্যাশনাল সিকিয়রিটি গার্ড লাগাতার তিন দিন ধরে যুদ্ধ কে জঙ্গী মুক্ত করে মুম্বাই কে।
কিন্তু তিনদিনে হতাহত এর সংখ্যা টা বেশ বড়। সরকারি মতে মৃতের সংখ্যা ১৬৪ জন।
কি করে মৎস জীবি দের নৌকায় আরব সাগর পেড়িয়ে এসেছিল জঙ্গীরা! প্রশ্ন উঠেছিল আমরা কি নিরাপদ ! স্বজন হারানো মানুষের কান্নার সাথে এক ই প্রশ্ন ঘুরপাক খায় আকাশে বাতাসে।