নিজস্ব প্রতিনিধি : বিজেপির বিক্ষোভ মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল আসানসোল দক্ষিন থানার গীর্জা মোড়ে এলাকায়।

জিটি রোডে অবরোধ তুলতে ও মুখ্যমন্ত্রীর কুশপুতুলকে আগুন দেওয়া রুখতে পুলিশ ও বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। দিলীপ ঘোষের গাড়ির উপর আক্রমনের প্রতিবাদে, আজ বিকেলে আসানসোল স্টেশন এলাকা থেকে বিজেপির ওবিসি মোর্চার উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়।

উপস্থিত ছিলেন জেলা সভাপতি লক্ষ্মন ঘোড়ুই, অরিজিত রায় সহ অনান্যরা। এদিন গীর্জা মোড়ের কাছে মিছিল আসতেই ব্যাপক বিক্ষোভ সুরু হয়। মুখ্যমন্ত্রীর কুশপুতুলে আগুন লাগাতে গেলে পুলিশ ও বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। শেষ পর্যন্ত টুকরো টুকরো হয়ে যায় কুশপুতুল। ঘটনার জেরে তীর্ব যানজটের সৃষ্টি হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here