নাজিরহাট, ০৪ নভেম্বরঃ ফের তৃনমূল কংগ্রেসের দুই গোষ্ঠী মাদার-যুব’র গণ্ডগোলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বোমাবাজির পাশাপাশি ভাঙচুর করা হয়েছে। আজ সন্ধ্যায় দিনহাটার নাজিরহাট বাজার এলাকায় ওই ঘটনা ঘটেছে।
ঘটনার খবর পেয়ে সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। যদিও ওই ঘটনায় এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি।
ফের তৃণমূলের মাদার-যুব গোষ্ঠীর মধ্যে উত্তেজনা, দুই পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজির অভিযোগ জানা গেছে, এদিন নাজিরহাট বাজারে তৃনমূল যুব কংগ্রেস অসমের তিনশুকিয়া কান্ডের প্রতিবাদে মিছিলের ডাক দেয়। সন্ধ্যায় ওই মিছিলের জন্য জমায়েত হতে শুরু করে যুব কর্মীরা।
ওই সময় তৃনমূল কংগ্রেসের মাদার গোষ্ঠীর সমর্থকরা জমায়েত লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। তখন পাল্টা বোমা ছোড়ারও অভিযোগ ওঠে যুবদের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় বেশ কিছু দোকানপাট। আতঙ্কিত হয়ে ব্যবসায়ী ও সাধারন মানুষ বাজার থেকে পালাতে শুরু করে। খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছালেও বোমাবাজি চলতে থাকে বলে অভিযোগ।
তৃনুমুল যুব কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, অসমের বাঙালি খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল যুব কর্মীরা। সেই সময় মাদার তৃনমুল কংগ্রেসের দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে বোমা ছুঁড়তে শুরু করে। প্রান বাঁচাতে সেখান থেকে পালাতে বাধ্য হয় যুব কর্মীরা।