গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ
অসমে ৫ বাঙালিকে হত্যা ও বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে ধিক্কার মিছিল করল কাটোয়া ২নং ব্লকের গাজীপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার সন্ধ্যায় অসমের তিনসুকিয়ার খেরনিবাড়ি গ্রামের ৫বাঙালি বাসিন্দাকে তুলে নিয়ে গিয়ে ব্রহ্মপুত্র নদীর চরে খুন করা হয়।এই ৫বাঙালি হলেন শ্যামল বিশ্বাস,অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, সুবল দাস,ধনঞ্জয় নমঃশুদ্র।
তারই প্রতি বাদে শনিবার বিকালে কাটোয়া ২নং ব্লকের গাজীপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাজীপুর বাজার থেকে শুরু করেপলতাগাছি হয়ে গাজীপুর বাসস্ট্যান্ড মিছিল পরিক্রমা শেষ হয়।, এই মিছিলে ছিলেনগাজীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমাপ্তি মাঝি(ঘরুই),প্রাক্তন প্রধান ও বর্তমানের সদস্যা জয়া মজুমদার সহ সকল সদস্য ও সদস্যরা , প্রচুর তৃণমূল কর্মী ওসমর্থক।