বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :
কোচবিহারে এসে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে সরব হলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম।
এদিন তিনি বলেন, “তৃণমূল এবং বিজেপি একই ধরনের রাজনীতি করে ভোটের জন্য কাজ করে কিন্তু মানুষের জন্য নয়। এদিন রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সরব হন মোহাম্মদ সেলিম। তিনি বলেন ডেঙ্গু হবার জন্য রাজ্য সরকার দায়ী। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে অথচ রাজ্য সরকার তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে না। প্রাথমিক স্তরে ব্লক গুলোতে ডেঙ্গু নিয়ে যত গবেষণা মূলক কাজ ছিল এই সরকার ক্ষমতায় এসে সেই সমস্ত প্রাথমিক চিকিৎসা কেন্দ্রগুলোর ডেঙ্গুর চিকিৎসা বন্ধ করে দিয়েছে। এই রাজ্য সরকার কোন শহীদদের সম্মান দিতে পারেনা। শিক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যবস্থা টা কেউ ধুলোয় মিশিয়ে দিচ্ছে।
বেকার যুবক-যুবতীদের রাস্তায় ট্রাকের নিচে ঠেলে দিচ্ছে তার পরিবর্তে প্রাইভেট শিক্ষা এবং অনলাইন শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। লক্ষীর ভান্ডার প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন মা-বোনেদের অপমান করা হচ্ছে ৫০০ টাকা করে দিয়ে। আমরা বলছি ৫০০ র বদলে ১০০০ টাকা করে সবাইকে দেওয়া হোক। অথচ ৫০০ টাকা করে ভোটের রাজনীতির জন্য এবং নাম কামাই করার জন্য এই টাকা দেওয়া হচ্ছে”।