যোগ দিতে আজ বুধবার সিঙ্গাপুরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সিঙ্গাপুরে বসছে দক্ষিণ এশীয় দেশগুলির ওই বৈঠক। সফরে যাওয়ার আগে এ নিয়ে ট্যুইটও করেছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, এই বৈঠকে যোগদানের জন্য তিনি ১৪ ও ১৫ নভেম্বর থাকবেন সিঙ্গাপুরে। ট্যুইটে মোদী জানিয়েছেন, রিজিওনালকম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ লিডারস’ বৈঠকেও তিনি যোগদান করবেন।
মোদীর কথায়, দু’টি বৈঠকের জন্যই তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ওই বৈঠকগুলির মাধ্যমে আসিয়ান দেশগুলির সঙ্গে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের হোটেলে ঢোকার সময় ভারত মাতা কী জয় এবং বন্দেমাতরম স্লোগান তুলে তাঁকে স্বাগত জানানো হয়।
ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনিই প্রথম সিঙ্গাপুর ফিনটেক ফেস্টিভ্যালে প্রধান বক্তা হিসেবে যোগ দেবেন। একাধিক বৈঠকের ফাঁকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গেও তিনি বৈঠক করবেন বলে খবর।